দেশে ফিরেছেন স্পিকার
বাসস
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার
লন্ডনে অনুষ্ঠিত উইমেন এমপিস অব দ্যা ওয়াল্ড সম্মেলনে যোগদান শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ শনিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন।
তিনি গত ৬ নভেম্বর মঙ্গলবার এ সম্মেলনে যোগ দিতে লন্ডন যান। যুক্তরাজ্যের হাউজ অব কমন্স এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে ৮৬টি দেশের ১২০ জন নারী সংসদ সদস্য অংশ নেন।
সম্মেলনে নারী ও কিশোরীর ওপর নির্যাতনের অবসান শীর্ষক সেশনে ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। এছাড়াও তিনি সম্মেলনে অংশগ্রহণের বাইরে বৃটেনের প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি তিনি যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকারের সঙ্গেও বৈঠক করেন। বাসস
