গ্যাটকো দুর্নীতির মামলার চার্জ শুনানি পেছাল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ১৫ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
খালেদা জিয়াসহ ১৮ জনের গ্যাটকো দুর্নীতি মামলায় চার্জ শুনানি ফের পিছিয়ে আগামী ১০ জানুয়ারি ধার্য করেছেন আদালত। বকশিবাজারের অস্থায়ী আদালতে আজ বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার নতুন এ তারিখ ধার্য করেন।
এদিন মামলাটির দুজন আসামির পক্ষে হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় তাদের পক্ষে আইনজীবীরা সময় আবেদন করেন। এ ছাড়া কারাগারে থাকা খালেদা জিয়াকে আদালতে হাজির না করায় আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় আবেদন করেন। শুনানি শেষে বিচারক চার্জগঠনের শুনানি আগামী ১৫ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেন।
এর আগে মামলাটিতে ২০১৬ সালের ৫ মার্চ একই আদালতে খালেদা জিয়া আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
২০১৫ সালের ৫ আগস্ট হাইকোর্ট খালেদা জিয়া দুটি রিট খারিজ করে ২ মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু আসামি তানভির, গালিব, শাহাদত ও সানোয়ারের পক্ষে হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় মামলায় চার্জ শুনানির করতে পারছে না আদালত।
