ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ৫:০৩:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গ্যাস লিকেজ থেকে আগুন, নিহত ১, দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একজন নিহত ও এক পরিবারের চারজনসহ ছয়জন দগ্ধ হয়েছেন।

 


 আজ শুক্রবার সকালে ধলপুর সিটি কর্পোরেশনের ১৪ নম্বর আউটফল আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

 

দগ্ধরা হলেন- একই পরিবারের মো. সুমন (৪০), তার স্ত্রী সাজুলি (৩৫), তাদের ছেলে নিশান (১৪) ও সুমনের ফুপু আতর বেগম (৭০)। এ ছাড়া দগ্ধ আরো দুইজন হলেন- মো. আলমগীর (৩০) ও তার স্ত্রী কাজলী বেগম (২৫)। তারা একই ভবনের ভাড়াটিয়া।

 

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, ঘটনাস্থলে তাওশিন নামে একটি ছেলে মারা গেছে। তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। দগ্ধরা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।