ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ৫:০৩:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মি-টু : রোববার সকালে রাজধানীতে মানববন্ধন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ১৭ নভেম্বর ২০১৮ শনিবার

আগামীকাল রোববার ১৮ নভেম্বর  মি-টু আন্দোলনের সমর্থনে এবং সকল প্রকার যৌন হয়রানীর বিরুদ্ধে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ নারী  সাংবাদিক কেন্দ্রর উদ্যাগে সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। 


আজ শনিবার কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকবৃন্দ ছাড়াও এ মানববন্ধনে মানবাধিকার কর্মী সুলতানা কামাল, খুশী কবীরসহ  অন্যান্য মানবাধিকার কর্মীও  অংশ নিবেন। 

 

সকল পেশা ও শ্রেণীর মানুষকে মি-টু আন্দোলনের সমর্থনে এবং সকল প্রকার যৌন হয়রানীর বিরুদ্ধে সংহতি প্রকাশ করতে এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

উল্লেখ্য, এর আগে #মি টু সলিডারিটি ব্যানারে গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে যৌন নিপীড়নবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।