ওমেন্স কর্ণার-এর এক বছর পূর্তি
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ১৮ নভেম্বর ২০১৮ রবিবার
‘মানবতার কল্যাণে, সুস্থ জীবনের সন্ধানে’- এই স্লোগানকে সামনে রেখে পালিত হলো সামাজিক নারী উন্নয়নমূলক সংগঠন উইমেন্স কর্ণার-এর প্রথম বর্ষপূর্তি।
এ উপলক্ষে শনিবার রাজধানীর বাড্ডার একটি রেস্টুরেন্টে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ওমেন্স কর্ণার নারীদের সহযোগীতার জন্য সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান। একজন নারী তার জীবনের নানা প্রতিকূলতার মধ্যে বড় হয়। জীবনের প্রতিটি ধাপে ধাপে তাকে বিভিন্ন বাধা পাড় হতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই নারীরা মাঝ পথে থেমে যান। কারণ তারা চারপাশ থেকে তেমন কোনো সহযোগীতা পান না। ওমেন্স কর্ণার এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে একজন নারীকে সর্বোচ্চ সহযোগীতা দিয়ে, সাহস জুগিয়ে তার চলার পথকে সহজ ও মসৃণ করতে সাহায্য করা হয়।
প্রতিষ্ঠানটির একঝাঁক তরুণ-তরুণী এ কর্মপরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দূর্বার গতিতে। ওমেন্স কর্ণার নারী সমাজের উন্নয়নে ৫ ধরণের কার্যক্রম পরিচালনা করছে। স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, আইনি পরামর্শ, সাইবার সাপোর্ট এবং নাগরিক সেবা।
অনুষ্ঠানে এসকল কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন www.womenscorner.com.bd-এর সম্পাদক ফারজানা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমেন্স কর্ণার -এর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাগা স্টার গ্রুপের চেয়ারম্যান বোরহান উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শহিদুল আলম।
সম্মানিত অতিথি ছিলেন, বাংলাদেশ সরকারের উপ সচিব গোলাম কবীর, যুগ্ম কর কমিশনার মইনুল হাসান, সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্টার গালিব খান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অপটিমাইজ কমিউনিকেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এবং নিজের বলার মতো একটি গল্পের উদ্যোক্তা ইকবাল বাহার, প্রথম আলোর সহ সম্পাদক রাজীব হাসান, বিশিষ্ট মানসিক রোগ বিশেষজ্ঞ এবং উইমেন্স কর্ণার -এর সাইক্রিয়াটিস্ট ডা. ইফতেখারুল আলম শোভন প্রমূখ।
অনুষ্ঠানে নিজেদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন-‘ওমেন্স কর্নার’-এর চিকিৎসক প্যানেলের সদস্য ডা. লাবনী এবং আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট এস.এম রেফাতুল হুদা।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো দেশের শীর্ষ স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল www.gonews24.com এবং সার্বিক সহযোগীতায় ছিলো বঙ্গ সফট লিমিটেড।
