সাজা স্থগিত চেয়ে খালেদা জিয়ার আবেদন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:১৮ পিএম, ১৯ নভেম্বর ২০১৮ সোমবার
ফাইল ছবি
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়ার পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন। অাজ সোমবার খালেদা জিয়ার অপর আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে।
এ আবেদনটি আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে যে কোনো সময় উপস্থাপন করা হতে পারে।
বিচারিক আদালতে ৫ বছর কারাদণ্ড হলেও সাজা বাড়াতে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত ৩০ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদার সাজা বাড়িয়ে ১০ কারাদণ্ড দেন।
