ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:১৫ পিএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
ভুল চিকিৎসায় মারা যাওয়া রওশন আরা। ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভুল চিকিৎসায় রওশন আরা নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ভুলে দুই কিডনিই কেটে ফেলায় গত ১ নভেম্বর বিএসএমএমইউ’র আইসিইউতে থাকাবস্থায় রওশন আরা মারা যান।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম আসাদুজ্জামান। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আনিসুল হাসান ও মো. শাহীনুজ্জামান।
স্বাস্থ্য সচিব, বিএসএমএমইউর উপাচার্যসহ আটজনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র।
জানা যায়, রওশন আরার একটি ক্ষতিগ্রস্ত কিডনি কেটে বাদ দিতে গিয়ে চিকিৎসকরা দুটি কিডনিই কেটে ফেলেন। রওশন আরার ছেলে ও চলচ্চিত্র পরিচালক রফিক শিকদার অভিযোগ করেন, তার মায়ের কিডনিতে সমস্যা দেখা দিলে বিএসএমএমইউ’র ইউরোলজি বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান দুলালের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করেন। পরে পরীক্ষা নিরীক্ষার পরে জানতে পারেন তার বাম কিডনিতে সমস্যা রয়েছে। এ অবস্থায় ডাক্তার একটি কিডনি ফেলে দিতে বলেন। অপারেশন পর রওশন আরা আরও অসুস্থ হয়ে পড়লে আবারও পরীক্ষা করে দেখা যায় তার দুটি কিডনি কেটে ফেলা হয়েছে।
