ঢাবিতে বাসের নিচ থেকে জীবিত নবজাতক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:২৬ পিএম, ২০ নভেম্বর ২০১৮ মঙ্গলবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের সামনে থেকে একটি বাসের নিচ থেকে জীবিত এক নবজাতককে (মেয়ে) উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে নবজাতকটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্জন হলের সামনে বিশ্ববিদ্যালয়ের বেশকিছু বাস রাখা থাকে। দুপুরের দিকে হঠাৎ একটি বাসের নিচ থেকে এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। পরে অনেকেই এগিয়ে গিয়ে নবজাতকটিকে দেখতে পায়। শিশুটি একটি লাল প্রিন্টের ওড়নায় মোড়ানো ছিল। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘ঢাবি ক্যাম্পাস থেকে একটি নবজাতককে উদ্ধার করা হয়েছে। এটা একটি দুঃখজনক ঘটনা। এ বিষয়ে পরে পুলিশের সহায়তায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
