পেট্টোল বোমা মামলা : চার্জগঠনের শুনানি পেছাল
আদালত প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:০১ পিএম, ২৯ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা চালিয়ে মানুষ হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপি প্রধান খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পিছিয়ে আগামী ৩০ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার ছয় নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এস মোহাম্মাদ আলী এ আদেশ দেন। পুরান ঢাকার বকশীবাজারস্থ আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
যেখানে কারাগারে থাকা এ মামলার প্রধান আসামি খালেদা জিয়ার পক্ষে মামলার কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেছেন জানিয়ে আইনজীবী জিয়া উদ্দিন জিয়া সময় প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ৩০ জানুয়ারি চার্জগঠনের পরবর্তী শুনানির দিন ঠিক করেন।
মামলাটিতে ২৮ জন আসামি পলাতক আছেন এবং চার জন কারাগারে আছেন। খালেদা জিয়া, বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ ছয় জন জামিনে আছেন।
মামলাটিতে ২০১৬ সালের ৬ মে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক এবং বিশেষ ক্ষমতা আইনে তিনটি চার্জশিট দাখিল করে পুলিশ। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বশির আহমেদ চার্জশিটগুলো দাখিল করেন।
চার্জশিটে খালেদা জিয়াকে হুকুমের আসামি হিসেবে এক নম্বরে রাখা হয়েছে।
