বিজয় সরণীতে বাসের ধাক্কায় নারী চিকিৎসক নিহত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১৯ এএম, ৪ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
রাজধানীর বিজয় সরণীতে বাসের ধাক্কায় আক্তার জাহান রুম্পা (২৭) নামে এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। অাজ মঙ্গলবার ভোরে বিজয় সরণি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
রুম্পা চট্টগ্রামের হালিশহর এলাকার আখতারুজ্জামানের মেয়ে। তিনি সিলেটের ওসমানী নগরের বার্ডসআই হাসপাতালের চিকিৎসক ছিলেন। শ্যামলীর একটি হাসপাতালে চাকরির সাক্ষাৎকার দিতে তিনি ঢাকা এসেছিলেন।
ডা. মহসীন নামে রুম্পার এক আত্মীয় জানান, একটি চাকরির সাক্ষাৎকারের জন্য রুম্পা ঢাকা এসেছিলেন। ভোরে রুম্পা অটোরিকশায় শ্যামলী যাচ্ছিলেন। বিজয় সরণী মোড়ে পৌঁছালে মহাখালীগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
