ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১৩:২৪:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রথম নারী ব্যালন ডি’অর পুরস্কার জয়ী হেগেরবার্গ

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৩ এএম, ৪ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

এবারই প্রথম ফুটবলে নারীদের বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর দেওয়া হলো। আর এই পুরস্কারটি জিতে ইতিহাস গড়ছেন অলিম্পি লিঁওর নরওয়েজিয়ান স্ট্রাইকার আদা হেগেরবার্গ। 

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্যারিসে এক অনুষ্ঠানে ২০১৮ সালের ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হয়। এ সময় নারী ক্যাটাগরিতে হেগেরবার্গকে নারী ব্যালন ডি’অর পুরস্কারে ভূষিত করা হয়।

গত মৌসুমটি দারুণ কাটিয়েছেন লিঁওর স্ট্রাইকার হেগেরবার্গ। কারণ ফ্রেঞ্চ টাইটেল দলকে জেতাতে অসাধারণ ভূমিকা রাখেন তিনি। এছাড়া চ্যাম্পিয়নস লিগ জয়ী দলটির হয়ে ফাইনালে গোলও করেন ২৩ বছর বয়সী এই তরুণী।

এদিকে নারী ব্যালন ডি’অরের মতো এবারই প্রথম বর্ষসেরা তরুণ ফুটবলারকে পুরস্কারে ভূষিত করা হলো। যেখানে ‘কোপা ট্রফি’ নামে বছরের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার উঠলো ১৯ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পের হাতে।