ফুলেল ভালোবাসায় সিক্ত স্মৃতিসৌধ, মানুষের ঢল
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রবিবার
ভোর হতে না হতেই একাত্তরের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা-ভালোবাসার ফুলে ভরে ওঠে সাভার জাতীয় স্মৃতিসৌধের বেদী। ভোর থেকেই ফুল হাতে বিভিন্ন শ্রেণী পেশার লাখো মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। তারা শ্রদ্ধা জানান একাত্তরের বীর শহীদদের প্রতি।
অাজ রোববার ১৬ ডিসেম্বর বিজয় দিবস। বিজয় দিবসের কর্মসূচি শুরু হয় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। তারা শ্রদ্ধা জানিয়ে চলে যাওয়ার পর স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এরপর ধর্ম, বর্ণ নির্বিশেষে সব বয়সী ও শ্রেণি-পেশার মানুষ স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিতে জড়ো হয়। পাশাপাশি শহীদদের প্রতি জানাতে কূটনৈতিক, রাজনৈতিক, শিল্পী-বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, পেশাজীবী, শ্রমিক, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত শ্রদ্ধার পুষ্পাঞ্জলিতে ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদী।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দল বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ হাজার হাজার নারী-পুরুষ-শিশু ফুলের তোড়া হাতে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসন।
স্মৃতিসৌধের মূল ফটক থেকে সৌধ পর্যন্ত নানা রঙের ফুল ও ব্যানার নিয়ে লাইনে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে লাখ লাখ মানুষ। যেন বাঁধভাঙ্গা মানুষের ঢল স্মৃতিসৌধের পানে।
স্মৃতিসৌধ এলাকায় মানুষের নিরাপত্তা দিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ জন্য সাভারের পুলিশসহ বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স আনা হয়েছে।
