ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১০:১৫:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ট্যুর জিতলেন সিন্ধু

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪২ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৮ রবিবার

ভারতকন্যা পিভি সিন্ধু ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে মুখোমুখি হয়েছিলেন কঠিন প্রতিদ্ধন্ধী জাপানের নোজোমি ওকুহারার। আজ রোববার অপ্রতিরোধ্য খেলে জিতে নিলেন বিজয়ীর মুকুট। ২১-১৯, ২১-১৭ ব্যবধানে ফাইনালে জিতলেন তিনি। ফলে নতুন একটি ইতিহাস সৃষ্টি হল তার হাত ধরে। 

দুটি সেটেই শুরুর দিকে সমানে সমানে টক্কর হলেও শেষের দিকগুলিতে সিন্ধু যেন ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সেমিফাইনালেও তার বিপক্ষে ছিলেন থাইল্যান্ডের রাতচানক ইন্তানন। সেখানেও সেটের শেষের দিকে জ্বলে উঠছিলেন সিন্ধু। ফাইনালেও শেষ দিকে একের পর এক রিটার্ন এবং স্ম্যাশে পয়েন্ট জেতেন তিনি। 

গত কয়েকটি ম্যচে ওকুহারার বিরুদ্ধে কোনও ম্যাচে জিততে পারেননি সিন্ধু। তাই বাড়তি চাপ সামান্য হলেও তার ওপর ছিল। সিন্ধু বলেছিলেন, ‘আমি জানি বিশ্ব ব্যাডমিন্টনে আমি অনেক রুপো জিতেছি। তবে এই ম্যাচে কোনও বাড়তি চাপ নিয়ে খেলতে নামব না। গত চারটি ম্যাচ যেমন খেলেছি, তেমন খেলতে পারলে এই খেতাব জিতব। যেটা আমার কাছে খুব খুশির ব্যাপার হবে।’