ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ১৯:৩৩:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নির্বাচন নিরপেক্ষ ও অর্থবহ হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৩ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়। এই নির্বাচনটা শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সবার অংশগ্রহণে এ নির্বাচন অর্থবহও হবে। 

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে টাঙ্গাইল, কুমিল্লা, যশোর, পাবনা ও পঞ্চগড়ের নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন। 

একই সময় নিজ নির্বাচনী এলাকা টুঙ্গীপাড়ার জনসভায় টেলিফোনে বক্তব্য দেন তিনি। 

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আমরা বিশ্বাস করি জনগণ নৌকা মার্কায় ভোট দেবে। আমরা আবার সরকার গঠন করে জনগণের সেবা করতে সক্ষম হবো।

বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সারাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোমতে তারা যেনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। 

নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সে প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান আওয়ামী লীগ সভাপতি। পাশাপাশি নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় টেলিফোনে বক্তব্য দেন তিনি ।