ঢাকা, বুধবার ০৮, মে ২০২৪ ২০:৫৮:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভোট নিয়ে সন্তুষ্ট বিদেশি পর্যবেক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার

একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কানাডিয়ান পর্যবেক্ষক তানিয়া ফস্টার। 

তিনি বলেন, ভোটকেন্দ্রে সব দলের প্রতিনিধিদের দেখেছি এবং সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট। এখানকার নির্বাচনের পুরো উৎসবমুখর পরিবেশ দেখে আমি মুগ্ধ।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি একথা বলেন। 

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আওতায় তানিয়া ফস্টারসহ বেশ কয়েকজন বিদেশি নাগরিক ওই কেন্দ্র পরিদর্শনে আসেন।

তানিয়া ফস্টার বলেন, এ পর্যন্ত আমি পাঁচটি ভোটকেন্দ্র ঘুরেছি। বাংলাদেশের এ নির্বাচনের সাক্ষী হতে পেরে আমি গর্বিত। প্রতিটি কেন্দ্রেই ভোটাররা অত্যন্ত আনন্দের সঙ্গে ভোট প্রয়োগ করতে দেখেছি। এটা আমাকে সত্যিকারের অনুপ্রাণিত করেছে।