ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১২:৪৪:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মাদক বন্ধের অঙ্গীকার শাহিন আক্তারের

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ এএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

নিজের নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত করার অঙ্গীকার করলেন কক্সবাজার আওয়ামী লীগের নবনির্বাচিত নারী সাংসদ শাহিন আক্তার। বৃহস্পতিবার জাতীয় সংসদে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

সাংসদ শাহিন আক্তার বলেন, ‘মাদক, ইয়াবা ব্যবসাসহ সকল ধরনের অপকর্ম বন্ধ করতে যা যা করণীয়, আমি তাই করবো।’ সংসদের সদস্যদের শপথ শেষে সাবেক  সংসদের সদস্য স্বামী আবদুর রহমান বদিকে পাশে রেখেই তিনি একথা বলেন।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনে বদি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে মাদক চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সমালোচনার মুখে রয়েছেন। ইয়াবা পাচারের ‘হোতা’হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় নাম এলেও ২০১৪ সালে দ্বিতীয় দফা মনোনয়ন পান তিনি। তবে এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সাংসদকে বাদ দিয়ে তার স্ত্রী শাহিন আক্তারকে নৌকার মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শাহিন আক্তার প্রায় দুই লাখ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী পান ৩৭ হাজার ভোট।