ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১৬:৫৯:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২০ বছর পর ভিকারুননিসায় ‘ভারপ্রাপ্ত’ যুগের অবসান

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ৬ জানুয়ারি ২০১৯ রবিবার

দীর্ঘ ২০ বছর পর রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এর আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে পরিচালিত হয়ে আসছে এই প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর ‘ভারপ্রাপ্ত’ যুগের অবসান হলো।

এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম আশরাফ তালুকদার জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে স্থায়ী অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম শুরু করা হয়েছে। গত ৯ ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  নিয়োগপ্রত্যাশী ১৬ জন প্রার্থীর আবেদন পাওয়া গেছে।  এর মধ্যে এই প্রতিষ্ঠানে কর্মরত ছয় জন ও বাহির থেকে ১০ জন প্রার্থী আবেদন করেছেন।  আগামী দুই মাসের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করা হবে।  নিয়োগ বোর্ডে সরকারের প্রতিনিধি মনোনয়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আবেদন করা হবে।  যথাযথ নিয়ম মেনেই নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে।

জানা গেছে, সর্বশেষ ২০০৮ সালে স্থায়ী অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। সম্প্রতি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার পর আন্দোলনে ফেটে পড়েন শিক্ষার্থীরা। শিক্ষকদের প্ররোচণায় অরিত্রী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, তাই এর বিচারের দাবিতে ছাত্রীরা আন্দোলন শুরু করে। এই ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশ ছিল প্রতিষ্ঠানটিতে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের।