ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ৮:৫৮:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পোশাক শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসছে বাণিজ্য ও শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪১ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষাপটে শ্রমিক প্রতিনিধিদের জরুরি বৈঠকে ডেকেছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এতে উপস্থিত থাকবেন তৈরি পোশাক কারখানার মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা, সিনিয়র তথ্য অফিসার আবদুল লতিফ বকশী।

তিনি বলেন, সবাইকে ধৈর্য ধারণ করে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন বাণিজ্যমন্ত্রী।

ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবিতে সোমবার সকাল থেকে দেশের বিভিন্নি স্থানে পোশাক শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। রাজধানীর বনানী ও নাবিস্কো, মিরপুরের কালশী, গাজীপুর, সাভার ও টঙ্গীতে বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সচেতন অবস্থানে রয়েছে পুলিশ। বেশ কিছু জায়গায় পুলিশের গুলি ও টিয়ার সেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবারও রাজধানীর বিভিন্নস্থানে শ্রমিকদের উত্তাল হয়ে উঠেছে।

-জেডসি