ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ২২:৪৪:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১২ জানুয়ারি ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গাজা সীমান্তে বিক্ষোভের সময় ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন।শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা এমন তথ্য জানিয়েছে।

তিনি বলেন, পূর্ব গাজায় ৪৩ বছর বয়সী আমাল আল তারামসি নারীর মাথায় গুলি করা হয়েছে। এ নিয়ে গত বছরে শুরু হওয়া ফিলিস্তিনিদের ঘরে ফেরার অধিকার দাবিতে বিক্ষোভে নিহত হয়েছে তৃতীয় নারী।

গত ৩০ মার্চ শুরু হওয়া বিক্ষোভে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ২৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আমালের হত্যাকাণ্ড নিয়ে ইসরাইলের তরফে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে শুক্রবারের বিক্ষোভে ১৩ হাজার ফিলিস্তিনি অংশ নিয়েছিলেন।

এক বিবৃতিতে আল কুদরা বলেন, গতকাল অত্যন্ত ২৫ ফিলিস্তিনি ইসরাইলি হামলায় আহত হয়েছেন। ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে অস্ত্রবিরতির পর গত কয়েক মাসে বিক্ষোভ কমে আসছিল।

-জেডসি