ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১৯:৩৫:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী উদ্যোক্তা তৈরির জন্য দারাজের `নন্দিনী`

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৭ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রযুক্তির মাধ্যমে নারী ক্ষমতায়ন ও ই-কমার্স বিষয়ক শিক্ষার মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরির জন্য দারাজ বাংলাদেশ (daraz.com.bd) শুরু করল একটি বিশেষ প্রকল্প ‘দারাজ নন্দিনী’।

নারীদের প্রতি নিবেদিত বিশেষ এই প্রকল্পে বছরব্যাপী অন্তর্ভুক্ত থাকবে বিভিন্ন ক্যাম্পেইন, যেখানে থাকবে বিশাল অংকের ডিসকাউন্ট, ফ্ল্যাশসেল, মেগাডিল ও বাহারি সব ভাউচার।

১৩ জানুয়ারি থেকে দারাজ নন্দিনী আয়োজন করছে বিশেষ ক্যাম্পেইন 'পাওয়ার ওমেন', যা চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। সাত দিনব্যাপী এই ক্যাম্পেইনে থাকছে ৭৬ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। এছাড়াও থাকছে ফ্যাশন, বিউটি অ্যান্ড ওয়েলনেস, স্পোর্টস অ্যান্ড আউটডোর পণ্যের ওপর ফ্ল্যাশসেল ও বিভিন্ন রকমের ডিসকাউন্ট ভাউচার।

সিটি ব্যাংক ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনেদেনে পাওয়া যাবে ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় (সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত) এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দেশজুড়ে ফ্রি ডেলিভারি।

এছাড়াও এই ক্যাম্পেইনের আওতায় সুলভ মূল্যে নারীদের জন্য থাকবে সুজুকি ও টিভিএসের বিশেষায়িত স্কুটার। সংবাদ বিজ্ঞপ্তি