ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ৭:১৩:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মুসলিমদের জন্য পৃথক কোটা থাকা উচিত: মায়াবতী

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২২ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

অর্থনৈতিক ভিত্তিতে মুসলিমদের জন্য পৃথক সংরক্ষণ (শিক্ষা ও চাকরিতে কোটা) থাকা উচিত বলে জানিয়েছেন ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী।  

আজ মঙ্গলবার লক্ষনৌতে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

মায়াবতী আজ বিজেপি’র পাশাপাশি কংগ্রেসেরও তীব্র সমালোচনায় সোচ্চার হন। মায়াবতী বলেন, দেশে আজ অনগ্রসর পিছিয়েপড়া শ্রেণি, সংখ্যালঘু,  দলিত ও শ্রমিকশ্রেণি সবচেয়ে ক্ষতিগ্রস্ত। অর্থনৈতিক ভিত্তিতে মুসলিমদের জন্য পৃথক সংরক্ষণ থাকা উচিত। দেশের স্বাধীনতার সময়ে সরকারি চাকরিতে তেত্রিশ শতাংশ মুসলিম ছিলেন যা আজ দুই/তিন শতাংশ হয়ে গেছে।

তিনি বলেন, বিজেপি-আরএসএস গোটা দেশে কেবল ধর্মের নামে রাজনীতি করছে তা-ই নয়, তারা এবার মানুষের পাশাপাশি দেব-দেবতাদের সম্প্রদায়ের কথাও বলছে! এর ফল ওদেরকে ভোগ করতে হবে। মুসলিমদের জুমা নামাজের ওপরেও সরকারি মেশিনারি ব্যবহার করা হচ্ছে।

মায়াবতী বলেন, দেশে এবার লোকসভা নির্বাচনে কৃষক বিরোধী বিজেপি শাসনের অবসান হবে। আমি সব দরিদ্র, ক্ষতিগ্রস্ত মানুষকে আবেদন জানাচ্ছি যে, গোটা দেশে বহুজন সমাজ পার্টির জোটকে সহযোগিতা করুন। তাহলে আপনাদের পক্ষ থেকে এটাই আমার জন্মদিনের উপহার হবে।

মায়াবতী আজ ৬৩তম জন্মবার্ষিকী পালন করছেন। তিনি বলেন, বিজেপি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে অনগ্রসর, দলিত ও মুসলিমদের পরিস্থিতে খুবই খারাপ হয়েছে। ওই সিদ্ধান্ত ক্ষুদ্রশিল্পের জন্যও ক্ষতিকর হয়েছে। বিজেপি সরকার শুধু বড় শিল্পপতিদের জন্য কাজ করছে। তারা কেবল বড় শিল্পপতিদের ঋণ মওকুফ করতেই আগ্রহী।

মায়াবতী কংগ্রেসের সমালোচনা করে বলেন, কংগ্রেস সরকার কৃষকদের সঙ্গে প্রতারণা করেছে। তারা কৃষকদেরকে মাত্র দু’লাখ টাকা করে ঋণ মওকুফ করেছে যা খুবই নগণ্য। কৃষকদের সমস্যা নিরসনে তিনি স্বামীনাথন কমিটির রিপোর্ট কার্যকর করার উপরে গুরুত্ব আরোপ করেন।

-জেডসি