ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ৪:৪৩:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অবৈধভাবে ভর্তির অভিযোগে ভিকারুননিসায় দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৩ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবৈধভাবে ভর্তির অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘোষিত আসনের বাইরে অবৈধভাবে এ ভর্তির খবর দুদকের হট লাইনে (১০৬) জানানোর এরপরই তাৎক্ষণিকভাবে অভিযানে নামে দুদক। বর্তমানে প্রতিষ্ঠানটির আইটি রুমে কম্পিউটারে সংরাক্ষিত ভর্তির তথ্যাদি যাচাই করছিলেন সংস্থাটির দুই সদস্যের টিম।

বুধবার বেলা সোয়া ১১টায় দিকে দুর্নীতি বিরোধী সংস্থাটির দুই সদস্যের টিম অভিযান চালায়।

সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির লটারিতে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে গত ডিসেম্বরে। কিন্তু এরপরও মঙ্গলবার নতুন করে ভর্তি কার্যক্রম শুরু করে। যা আজ বুধবারও অব্যহত ছিল।

সূত্র জানায়, ভিকারুননিসার ভর্তির অর্থ কলেজ ক্যাম্পাসের পূর্ব দিকে অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় জমা দিতে হয়। তবে, অবৈধ ভর্তি গোপন রাখতে ব্যাংক কর্মকর্তাদের স্কুলের ভেতরে নিয়ে আসারও অভিযোগ রয়েছে। সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের ম্যানেজ করতে তাদের অনুরোধে ভর্তিসহ নানা সুবিধা নিয়ে ভর্তির এ আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাসিনা বেগম বলেন, অভিযান নয়, দুদকের কর্মকর্তারা জানতে এসেছিলেন। আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি। তারা কিছুক্ষণ আগে চলে গেছেন।

তিনি আরও বলেন, কারো অনুরোধে যদি আমরা বাড়তি ভর্তি করি তবে তা অবৈধ ভর্তি বলে গণ্য হবে না। ভিকারুননিসা একটি সুনামধারী প্রতিষ্ঠান, এখানে সকলের আগ্রহ থাকে পড়তে বা পড়াতে। আমাদের সীমাবন্ধতা থাকায় আমরা অতিরিক্ত ভর্তি করতে পারছি না। তবে আমরা এখনো বাড়তি ভর্তি করানো হয়নি।

-জেডসি