ঢাকা, রবিবার ২৮, এপ্রিল ২০২৪ ২১:৩৬:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রে প্রেসটিভির নারী সাংবাদিক আটক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইরানের ইংরেজি চ্যানেল প্রেসটিভির সাংবাদিক এবং সঞ্চালক মারজিয়া হাশেমিকে আটক করেছে মার্কিন পুলিশ।

হাশেমির বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে সেন্ট লুইসে আটক করা হয়। পরে তাকে ওয়াশিংটন ডিসির হাজতে পাঠানো হয়েছে। খবর পার্সটুডের।  

যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সাংবাদিক এবং সঞ্চালক হাশেমি অসুস্থ ভাইসহ অন্যান্য আত্মীয়দের সাথে দেখা করার জন্য দেশটি সফর করছিলেন। রবিবার তাকে সেন্ট লুইস ল্যাম্ববার্ট আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আটক করা হয়। বর্তমানে তাকে মার্কিন অভ্যন্তরীণ আইনপ্রয়োগকারী সংস্থা এফবিআই পরিচালিত একটি নির্যাতন শিবিরে রাখা হয়েছে। আটকের পর ৪৮ ঘণ্টা ধরে কোনো খোঁজ পায়নি তার স্বজনরা। তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে বলপূর্বক হিজাব ব্যবহার করতে দেয়া হচ্ছে না এবং সাধারণ অপরাধীর হিসেবে গণ্য করে তার সঙ্গে আচরণ করা হচ্ছে।

আটক হাশেমিকে হালাল বা নিরামিষ জাতীয় খাবার দেয়া হচ্ছে না। তাকে কেবল শুকনা রুটি খেয়ে থাকতে হচ্ছে।

-জেডসি