ঢাকা, বুধবার ০১, মে ২০২৪ ১৫:১৯:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নির্যাতনের শিকার নারীদের জন্য লড়াই করব: রাহাফ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১২ পিএম, ১৬ জানুয়ারি ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী নির্যাতন শিকার হওয়া নারীদের জন্য লড়াইয়ের প্রতিজ্ঞার কথা জানিয়ে পরিবার থেকে পালিয়ে আসা সৌদি তরুণী রাহাফ মোহাম্মদ বলেছেন, আজ ও আগামী দিনগুলোতে আমি বিশ্বজুড়ে নারীদের স্বাধীনতার জন্য লড়াই করব। কানাডায় আসার পর প্রথম দিন আমি যে অভিজ্ঞতা পেয়েছি, ঠিক সেভাবেই নারীদের হয়ে লড়াই করব।

টরোন্টোতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

সৌদি আরবে জীবনের হুমকি নিয়ে কানাডায় আশ্রয় নিয়েছেন রাহাফ। কানাডার সরকার তাকে শরণার্থীর মর্যাদা দিয়ে আশ্রয় দিয়েছে।

সৌদি আরবে ফেরত পাঠানোর আশঙ্কায় ব্যাংকক বিমানবন্দরে হোটেল কক্ষে নিজেকে ব্যারিকেড দিয়ে বিশ্ব গণমাধ্যমের নজর কাড়েন ১৮ বছর বয়সী এ তরুণী। তার আশঙ্কা ছিল- সৌদি আরবে তাকে ফেরত পাঠালে পরিবার তাকে হত্যা করতে পারে। যদিও তার পরিবার এ অভিযোগ অস্বীকার করেছে।

ইতিমধ্যে সামাজিকমাধ্যমে দেয়া এক বিবৃতিতে পরিবার তাকে ত্যাজ্য করেছে। এতে নামের শেষাংশ ঝেড়ে ফেলেছেন তিনি।

রাহাফ বলেন, পরিবার আমাকে যথাযথ মূল্যায়ন করেনি। আমার নিজেকে ও আমি কী হতে চেয়েছি, তা মেনে নেয়া হয়নি।

-জেডসি