ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ৩:৩৬:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রেক্সিট ইস্যুতে অনাস্থা ভোটে টিকে গেলেন থেরেসা মে

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রিটিশ পার্লামেন্টে অনাস্থা ভোটে অল্প ব্যবধানে টিকে গেছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া না যাওয়ার প্রশ্নে মঙ্গলবার পার্লামেন্ট ভয়াবহভাবে পরাজয়ের পর গত রাতে ব্রিটিশ পার্লামেন্টে ওই অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়।

বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিনের তোলা অনাস্থা ভোটে থেরেসা মে’র প্রতি সমর্থন জানিয়েছেন ৩২৫ জন এমপি। আর অনাস্থার পক্ষে ভোট দেন ৩০৬ জন। এর মধ্যদিয়ে কঠিন এক সময়ে টিকে গেলেন থেরেসা মে। অথচ এর আগের রাতে তার নিজ দল কনজারভেটিভ পার্টির ১১৮ জন এমপি থেরেসা মে’র বিপক্ষে গিয়ে ব্রেক্সিট চুক্তির বিরুদ্ধে ভোট দেন। ভোটে জেতার পর থেরেসা মে সব এমপিকে দলের স্বার্থে একসঙ্গে গঠনমূলক কাজ করার আহ্বান জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার ব্রেক্সিট ইস্যুতে পাঁচ দিনের আলোচনার পর ভোটাভুটিতে ২৩০ ভোটের রেকর্ড ব্যবধানে পরাজিত হয় বেক্সিট চুক্তিটি। প্রস্তাবটি বাতিলের পক্ষে ভোট দেন ৪৩২ জন এমপি। এর মধ্যে পার্লামেন্টে বিরোধীদলের সদস্যদের পাশাপাশি নিজ দলের ১১৮ জন এমপি বিরোধীদলের সঙ্গে চুক্তির বিপক্ষে ভোট দেন। প্রস্তাবের পক্ষে ভোট দেন ২০২ জন। ব্রিটেনের ইতিহাসে ১০০ বছরের মধ্যে এত বিশাল ভোটের ব্যবধানে আর কোনো ক্ষমতাসীন সরকার পরাজিত হয় নি।

-জেডসি