ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১৭:০৪:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তীব্র তাপদাহে নাকাল অস্ট্রেলিয়াবাসী

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে অস্ট্রেলিয়াবাসীর জনজীবন। দেশটিতে বর্তমানে গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস।

টানা দশদিনের তাপমাত্রা বৃদ্ধিতে স্থানীয়রা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। সেই সাথে তীব্র গরমে অনেক প্রাণীর মৃত্যু ঘটছে।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৩ সালে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা টানা সাতদিন ধরে অব্যাহত ছিলো।

কিন্তু এবার দেশটিতে গড় তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪০ ডিগ্রী সেলসিয়াস। নিউ সাইথ ওয়েলসের নোনা শহরে রাতের তাপমাত্রাই ছিলো ৩৫ ডিগ্রির ওপরে। গরম থেকে খানিকটা স্বস্তি পেতে সমুদ্র সৈকত এবং গাছের নীচে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

-জেডসি