ঢাকা, বৃহস্পতিবার ২৫, ডিসেম্বর ২০২৫ ২৩:৩৩:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শাহনাজের মেয়েদের এক বছরের বৃত্তি দিবে উবার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাইড শেয়ারিং উবারের মাধ্যমে অর্থ উপার্জন করে দুই সন্তানের পড়াশোনা চালিয়ে যাওয়া আলোচিত সেই শাহনাজ আক্তারের মেয়েদের এক বছরের বৃত্তির দায়িত্ব নিয়েছে উবার কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে শাহনাজ আক্তার বলেন, দুই দিন আগে উবার কর্তৃপক্ষ ঢাকায় তাদের কার্যালয়ে ডাকে। সেখানে শাহনাজের দুই মেয়ের এক বছরের পড়াশোনার খরচের দায়িত্ব নেয় উবার। ইতোমধ্যে তার মেয়েদের স্কুলে উবার মাসিক বেতন দিয়েও দিয়েছে বলে জানান তিনি।

শাহনাজের আক্তারের বড় মেয়ে লামিয়া আক্তার নবম শ্রেণিতে পড়েন এবং তার ছোট মেয়ে শারিকা ইসলাম পড়েন প্রথম শ্রেণিতে।

উবার জানায়, ড্রাইভার-পার্টনাররা যেন তাদের ও তাদের পরিবারের জন্য আরও নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। এ লক্ষে 'জেনারেশন নেক্সট' নামে নতুন এক উদ্যোগ নেয়া হয়েছে। যেটি শাহনাজকে দিয়েই শুরু হবে। কারণ শাহনাজের গল্প তাদের হৃদয়ছুঁয়ে গেছে।

এর আগে শাহনাজের হাতে সেরা মা পদক তুলে দেয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ এশিয়ার শিশু গণমাধ্যম ‘এ আর কিডস মিডিয়া’।

প্রসঙ্গত, মোবাইল ফোনের অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবারের অধীনে স্কুটি চালান শাহনাজ। স্কুটিটি যেন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। গত ১৫ জানুয়ারি আকস্মিকভাবে সেটি চুরি হওয়ার পর গণমাধ্যম ও পুলিশের সহযোগিতায় একদিন পর সেটি আবার ফিরে পান। নারী হয়েও রাইড শেয়ারিং অ্যাপ উবার চালানোর কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগে থেকেই বেশ আলোচিত শাহনাজ আক্তার।

-জেডসি