ডেমরায় শিশু হত্যা, একজনকে ধর্ষণের আলামত মিলেছে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:২৩ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি : সংগ্রহ করা
রাজধানীর ডেমরায় ৪ বছর বয়সী দুই শিশুকে হত্যার আগে একজনকে ধর্ষণ ও অপরজনকে ধর্ষণের চেষ্টা করার আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তকারী চিকিৎসক এ তথ্য জানিয়েছেন।
দুই শিশুর মধ্যে ফারিয়া আক্তার দোলাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে। অপর শিশু নুশরাত জাহানকেও ধর্ষণের চেষ্টা করা হয়।
বৃহস্পতিবার ময়নাতদন্তকারী চিকিৎসক এস এম নওশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে গত ২২ জানুয়ারি শিশু দুটিকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিট দেয়া হয়েছে বলে জানান মামলার তদন্তের দায়িত্বে থাকা এসআই শাহ আলম।
তিনি জানান, মামলাটি আগে ৩০২, ২০১ ও ৩৪ ধারায় থাকলেও এখন নতুন করে আরও দুটি ধারা ৯/১ ও ৯/৪ (খ) ধারা যুক্ত করা হয়েছে। এ ছাড়া চার্জশিটে মেডিকেল রিপোর্টের কথাও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ডেমরার একটি বাসায় খাটের নিচ থেকে নুশরাত ও দোলার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম মোস্তফা ও আজিজুল বাওয়ানীকে গ্রেফতার করে পুলিশ।
তারা দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করে একপর্যায়ে শিশু দোলাকে গলা টিপে হত্যা করে। এরপর নুশরাতকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে শিশু দুটির লাশ ঘরটির খাটের নিচে রাখা হয়।
