কোচিং বাণিজ্য একটি নতুন ধরনের অপরাধ: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:২১ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
কোচিং বাণিজ্যকে একটি নতুন ধরনের অপরাধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তবে, শুনানি শেষে কোচিং বাণিজ্য বন্ধের বিষয়ে রায় পিছিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। রিটের শুনানিতে হাইকোর্ট বলেন, ক্লাস রুমে পড়ানোর ব্যর্থতার কারণেই কোচিং বাণিজ্য হচ্ছে। এটি একটি নতুন অপরাধ।
রবিবার কোচিং বাণিজ্য বন্ধে করা এক রিটের শুনানিতে রবিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজীব আল জলিলের সম্বনয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করে আদেশ দেন।
আদালতে রিটকারীদের পক্ষে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার আমীর-উল-ইসলাম এবং দুদকের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
আদালতে এ দিন অ্যামিকাস কিউরি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ব্যারিস্টার ফিদা এম কামাল। প্রসঙ্গত, পৃথক এ পাঁচটি রিট আবেদন করা হয় ২০০৫ , ২০১২, ও ২০১৮ সালে।
-জেডসি
