রাজধানীতে দুই নবজাতকের লাশ উদ্ধার
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রবিবার
ফাইল ছবি
রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকায় ডাস্টবিন থেকে এক নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে উত্তরার ৭ নম্বরের মাসকট প্লাজার পেছনে ময়লার স্তুপ থেকে এই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
একটি কার্টনের ভেতরে লাশটি ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, পরিচ্ছন্নকর্মী মোহাম্মদ জাহাঙ্গীর ময়লা ফেলার সময় কার্টনের মধ্যে নবজাতকটিকে দেখতে পায়। পরে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
এদিকে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বিপরীত পাশ থেকে এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।
শাহবাগ থানা সূত্র বলছে, শনিবার সকাল সাড়ে ৯টায় কার্জন হলের বিপরীত পাশে ফুটপাতে এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা বিষয়টি পুলিশকে জানায়। শিশুটির বয়স আনুমানিক একদিন।
পরে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
