ঢাকা, বৃহস্পতিবার ২৫, ডিসেম্বর ২০২৫ ২৩:২৩:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভাই-বোনের, বাবা আহত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫২ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্কুল থেকে ফেরার পথে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ সময় শিশু দুটির বাবা কালিম হোসেন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকা-মাওয়া মহাসড়ক ৪০ মিনিট অবরোধ করে রাখে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর মোল্লারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল- কেরানীগঞ্জের কসমোপলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসার হোসেন ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতিমা আফরিন।      

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মো. মুনসুর আহমেদ বলেন, স্কুল থেকে বাবার মোটরসাইকেলে করে বাসায় ফিরছিল আফরিন ও আফসার। পথে মাওয়া সড়কের মোল্লারপুল এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমরেমুচরে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু ও তাদের বাবা গুরুতর আহত হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. শাহজামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ ট্রাককে আটকের আশ্বাস দিলে ৪০ মিনিট পর অবরোধ তুলে নেওয়া হয়। বেলা সোয়া একটার দিকে আব্দুল্লাপুর-ধলেশ্বরী সেতুর কাছে রডভর্তি ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় আটক করা হয়েছে।

-জেডসি