ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৯:৩২:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এসএসসির প্রথম দিন অনুপস্থিত ১০ হাজারের বেশি শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৮ এএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের আটটি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সারা দেশে ১০ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। এদিন বহিষ্কার হয়েছে ২৪ জন পরীক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ঢাকায় ১ হাজার ৩৯৬ জন, রাজশাহীতে ৭৬২ জন, কুমিল্লায় ৬৩১ জন, যশোরে ৪৬৩ জন, চট্টগ্রামে ৪৭৭ জন, সিলেটে ৩১৮ জন, বরিশালে ৩৯০ জন, দিনাজপুরে ৫৪১ জন অনুপস্থিত ছিলো। এছাড়া মাদরাসা বোর্ডে ৩ হাজার ৭৮৮ জন ও কারিগরিতে ১ হাজার ৬২১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ঢাকায় ১ জন, বরিশালে ৩ জন, দিনাজপুরে ১ জন, মাদরাসা বোর্ডে ৬ জন ও কারিগরিতে ১৩ জন।

নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এসএসসি-সমমানে এবার মোট পরীক্ষার্থী ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন। এর মধ্যে ১৭ লাখ ১০২ জন এসএসসি, দাখিলে ৩ লাখ ১০ হাজার ১৭২ জন এবং ভোকেশনালে ১ লাখ ২৫ হাজার ৫৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। 

প্রথম দিন বাংলা প্রথম পত্রের ১৭ লাখ ৯৮ হাজার ৭০৬ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলো ১৭ লাখ ৮৮ হাজার ৩১৯ জন।