ঢাকা, রবিবার ২১, ডিসেম্বর ২০২৫ ১৮:১৩:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডা. আকাশের আত্মহত্যা: মিতুর রিমান্ড শুনানি কাল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৮ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামে ডা. মোস্তফা মোরশেদ আকাশকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেফতার স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে রিমান্ডে নেয়ার শুনানি হবে আগামীকাল সোমবার। চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালত শুনানির এই দিন ধার‌্য করেছেন।

মিতুকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতে নিতে শনিবার আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচলাইশ থানার এসআই আবদুল কাদের।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী মো.শাহাবুদ্দিন আহমেদ জানান, সোমবার মিতুর রিমান্ড শুনানি হবে। এদিন পূর্বনির্ধারিত জামিন আবেদনেরও শুনানি আছে। তবে আগে রিমান্ড হলে জামিন শুনানি আর হবে না। আর রিমান্ড নামঞ্জুর হলে তখন জামিন শুনানি হবে।

বৃহস্পতিবার রাতে নগরীর নন্দনকাননে খালাতো ভাইয়ের বাসা থেকে মিতুকে গ্রেফতার করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল কাদের বলেন, এরই মধ্যে ডা. আকাশ এবং তার স্ত্রী মিতুর ব্যবহৃত মোবাইল ফোন দুটি জব্দ করা হয়েছে। এ মোবাইল দুটিতে কি কি আছে এবং এখান থেকে কিছু মুছে দেয়া হয়েছে কিনা তা দেখা হচ্ছে। ইতিমধ্যে আকাশের আত্মহত্যার ব্যাপারে বেশ কিছু তথ্য দিয়েছেন মিতু। এসব তথ্য যাচাই-বাছাই করাসহ বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে মিতুকে জিজ্ঞাসাবাদে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।