খালেদা জিয়ার উপস্থিতিতে নাইকো মামলার শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:২৪ এএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে নাইকো দুর্নীতির মামলায় চার্জগঠনের শুনানির দিন ধার্য আছে আজ সোমবার।
ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত এজলাসে এ শুনানি গ্রহণ করবেন।
২০১৬ সাল থেকে গত বছর ৯ নভেম্বর পর্যন্ত কয়েকটি ধার্য তারিখে মামলাটিতে চার্জগঠনের শুনানি হলেও সম্প্রতি নতুন বিচারক আসায় গত ৩ জানুয়ারি থেকে নতুন করে চার্জগঠনের শুনানি শুরু হয়।
২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটির তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার মানহানির দুই মামলায় চার্জগঠনের শুনানি পিছিয়ে ১৯ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।
