সানিয়া মির্জা কর্মজীবী নারীদের জন্য অনুপ্রেরণা
ক্রীড়া ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
বিশ্ব টেনিসে সেনসেশনাল নাম সানিয়া মির্জা। কয়েক মাস আগে তিনি একটি ছেলে সন্তানের মা হয়েছেন। তার নাম রেখেছেন ইজহান মির্জা মালিক। স্বামী পাকিস্তানি ক্রিকেটের সেনসেশন শোয়েব মালিক ও ছেলে ইজহানের দেখভাল নিয়ে এতদিন ব্যস্ত ছিলেন সানিয়া মির্জা। কিন্তু সেখান থেকে তিনি পেশাগত জীবনে ফেরার জন্য চেষ্টা করছেন, যেন তা কর্মজীবী নারীদের জন্য অনুপ্রেরণার হয়। তাকে নিয়ে টাইমস অব ইন্ডিয়া একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে।
সন্তান জন্ম দিতে গিয়ে প্রাকৃতিকভাবেই একজন মায়ের শরীরে বেশ কিছু পরিবর্তন ঘটে। তিনি মোটা হয়ে যান। শরীরে আরো অনেক পরিবর্তন দেখা দেয়। সেই অবস্থা থেকে কিভাবে সানিয়া মির্জা স্বাভাবিক অবস্থায় ফিরছেন! তার জন্য টেনিসের কোট অপেক্ষা করছে। তিনি এ জন্য নিয়মিত ব্যায়াম করছেন। শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান তিনি। বলেছেন, মাতৃত্ব তাকে আটকে রাখতে পারবে না। তিনি সব সময়ই বলেছেন, সবচেয়ে বেশি অগ্রাধিকার দেন তিনি নিজের ক্যারিয়ারকে। তাই বলে ছেলে বা স্বামীর প্রতি অবহেলা করে? না। তেমনটা করেন না তিনি। ছেলে ইজহান জন্ম নেয়ার পর পরই তিনি টেনিস কোটে ফেরার প্রস্তুতি নেয়া শুরু করেছেন। তিনি বিশ্বজুড়ে নারীদের কাছে অনুপ্রেরণা হতে চান। বোঝাতে চান সন্তানের মা হওয়ার মধ্যেই একজন নারীর সব শেষ হয়ে যায় না। তার সামনে পড়ে থাকে একটি দীর্ঘ লড়াইয়ের ময়দান। সেখানে তাকে লড়াই করতে হয়। তাই তিনি কাজে যান। কাজ থেকে ফিরেই বা সানিয়া ব্যস্ত হয়ে পড়েন ইজহানকে নিয়ে।
সম্প্রতি বেশ কিছু পোস্ট ইন্সটাগ্রামে শেয়ার করেছেন সানিয়া। তাতে তাকে দেখা গেছে ব্যায়ামাগারে তিনি ব্যস্ত। কঠোর কসরত করছেন। এর মধ্য দিয়ে তিনি নিজেকে প্রস্তুত করছেন। শরীর নিয়ে তিনি যে সমস্যার মুখে তার বিরুদ্ধে কিভাবে লড়াই করছেন তারই কাহিনী যেন বলে এসব ছবি।
সানিয়া মির্জা স্বীকার করেছেন, পেশাগত কাজে বাইরে যাওয়া তার কাছে নতুন কিছু নয়। তবে মাতৃত্বকালীন, অন্তঃসত্ত্বা অবস্থায় এ কাজটি তার জন্য খুব কঠিন হয়ে উঠেছিল। ওই সময় সম্পর্কে তিনি লিখেছিলেন, শরীরটা আর আগের মতো নেই। সহজেই ক্লান্ত হয়ে পড়ি। আগের মতো আর শক্তি পাই না। সেই শক্তি ও শারীরিক গঠন ফিরে পাওয়ার জন্য তাকে আরো অনেক পথ যেতে হবে।
আগামী বছর অনুষ্ঠেয় অলিম্পিক গেমসে অংশ নেবেন তিনি। তাই নিয়মিত নিজের সঙ্গে লড়াই করছেন। শরীরকে আগের অবস্থায় আনার জন্য জীবনমরণ দিয়ে ব্যায়াম করছেন।
-জেডসি
