ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ৯:৩২:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিশুদের কোডিং শেখাবে ছোট সোফিয়া

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৯ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

১৪ ইঞ্চির ‘ছোট সোফিয়া’ রোবটটি শিশুদের কোডিং শেখানোর উদ্দেশে তৈরি করেছে হংকংভিত্তিক কোম্পানি হ্যানসন রোবোটিক্স। ৭ থেকে ১৩ বছর বয়সী শিশুদের কাছে কোডিং, স্টিম ও এআইয়ের মতো কঠিন বিষয়গুলোকে সহজ করে তুলবে ছোট সোফিয়া।

হংকংভিত্তিক কোম্পানি হ্যানসন রোবোটিক্স হিম্যানোয়েড রোবট সোফিয়ার ছোট একটি সংস্করণ বের করেছে। লম্বায় সোফিয়ার তুলনায় অনেক ছোট হলেও এর চেহারার সঙ্গে বড় সোফিয়ার বেশ মিল রয়েছে। হ্যানসন রোবোটিক্স রোবটটিকে সোফিয়ার ছোট বোন হিসেবে আখ্যায়িত করেছে।

রোবটটি হাঁটতে, কথা বলতে, গান গাইতে ও গেমস খেলতে পারে। এছাড়াও, এটি অনেক রকমের অভিব্যক্তি প্রকাশ করতে পারে। রোবটটিতে আছে ওপেন সফটওয়্যার প্ল্যাটফর্ম ও হ্যানসনের এআই একাডেমির টিউটোরিয়াল। তাই এতে ইচ্ছামতো প্রোগ্রাম সেট করা যাবে।

পড়াশোনা করার সময় এটি শিশুদের সঙ্গ দেবে। ছোট সোফিয়াখ্যাত রোবটটি বাণিজ্যিক উদ্দেশ্যে কবে ছাড়া হবে তা জানা যায়নি। এর আগে হংকংভিত্তিক ফার্ম হানসন রোবটিক্স নির্মাণ করে সোফিয়া রোবটটি।

অ্যাক্টিভেট করা হয় ২০১৫ সালের ১৯ এপ্রিল। ২০১৭ সালের ১১ অক্টোবর তাকে প্রকাশ্যে আনা হয়। সোফিয়া প্রায় ৬০ ধরনের অভিব্যক্তি প্রকাশ করতে পারে। দেশের প্রযুক্তিভিত্তিক প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নিতে ২০১৭ সালের ৫ ডিসেম্বর ঢাকায় এসেছিল সোফিয়া।

-জেডসি