ঢাকা, বৃহস্পতিবার ২৫, ডিসেম্বর ২০২৫ ২১:৫০:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী আসনে আ. লীগের টিকিট পেলেন আরো দুজন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৮ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নাদিয়া ইয়াসমিন জলি এবং রত্না আহমেদ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ কথা জানানো হয়।

এতে জানানো হয় পাবনা থেকে নাদিরা ইয়াসমিন জলি এবং নাটোর থেকে রত্না আহমেদকে আওয়ামী লীগের মনোনয়ন দান করা হয়।

এছাড়াও এতে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মো. আনোয়ার সাদাত সম্রাটকে দলীয় মনোনয়ন দেয়া হয় বলেও জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন গণভবনে আজ  বিকেলে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথসভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।