ঢাকা, বৃহস্পতিবার ২৫, ডিসেম্বর ২০২৫ ২১:৪৩:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাবির জগন্নাথ হলে চলছে সরস্বতী পূজা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ঢাবির জগন্নাথ হলে চলছে সরস্বতী পূজা, ছবি : উইমেননিউজ২৪.কম

ঢাবির জগন্নাথ হলে চলছে সরস্বতী পূজা, ছবি : উইমেননিউজ২৪.কম

পলাশ ফুল, আমের পল্লব, আবীর, দোয়াত-কলম, যবের শিষ ও বাসন্তী রঙের গাঁদা ফুল দিয়ে শুরু হলো সরস্বতী পূজা। প্রতি বছরের মতো এবারেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সাড়ম্বরে চলছে সরস্বতী পূজা। সকাল ৮ টায় শুরু হয় বাণী অর্চনা। এরপর সকাল ১০ টায় ভক্তরা অঞ্জলি প্রদান করেন। সন্ধ্যা ৬ টায় হবে আরতি অনুষ্ঠান। 

জগন্নাথ হল চত্বরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৭০টির বেশি মন্ডপ নির্মিত হয়েছে। মন্ডপগুলোতে প্রকশিত হয়েছে ভিন্ন ভিন্ন থিম ও আইডিয়া।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সর্বজনীন উৎসব হিসেবে পালিত হচ্ছে এই পূজা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও ঢাকার বিভিন্ন জায়গা থেকে নানা বয়সী এবং পেশাজীবীরা এই পূজায় অংশ নিতে জগন্নাথ হল চত্বরে জমায়েত হন প্রতি বছরই। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি।

ঢাকার ইসলামপুর থেকে এসেছেন সুমনা দাস। প্রতি বছরই এই দিনটিতে তিনি আসেন জগন্নাথ হলে। ঘুরে ঘুরে দেখেন সবগুলো মন্ডপ। প্রার্থণা করেন দেবী সরস্বতীর কাছে। এবারে কি প্রার্থণা করেছেন জানতে চাইলে বলেন, মেয়ে এস.এস.সি দিয়েছে। পরীক্ষার ফল ভালো হোক এটাই আমার চাওয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী চম্পা তালুকদার। দেবীর কাছে তিনি কি প্রার্থণা করেছেন জানতে চেয়েছিলাম। জানালেন, দেবী তাকে অনেক দিয়েছেন। কন্ঠে যে সুর ধারণ করে তিনি আজ সংগীত বিষয়ে পড়ছেন তা দেবীর কাছে আরাধনারই ফল। তিনি শুধু চান তার উপর যেন দেবীর এই আশীর্বাদ আজীবন থাকে।

কথা হলো মিলি মন্ডলের সঙ্গে, তিনি এবার এইসএসসি দেবেন। পড়েন ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজে। বাসা আজিমপুর হওয়াতে প্রতি বছরই তিনি সরস্বতী পূজায় চলে আসেন জগন্নাথ হলে। বাণী অর্চনা শুরু করে অঞ্জলি প্রদান ও আরতি অনুষ্ঠান পর্যন্ত উৎযাপন করেন তিনি। তবে সামনে এইসএসসি পরীক্ষার জন্য তিনি বেশি সময় থাকবেন না।পরীক্ষা যেন ভালোভাবে দিতে পারেন এবং ফল যেন ভালো হয় সেজন্য তিনি আশীর্বাদ চেয়েছেন দেবীর কাছে। 

সরস্বতী অর্থ জ্যোতির্ময়ী। হিন্দু পুরাণ অনুসারে বিদ্যা, সংগীত ও শিল্পকলার দেবী সরস্বতী। দেবী স্বরস্বতীর আরাধনার উদ্দেশ্যে সরস্বতী পূজা হয়। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এই পূজা হয়ে থাকে। সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের বাসায় বা বাড়িতেই হয়। বিশেষ করে যে পরিবারে পড়ুয়া ছেলে মেয়ে আছে সেসব বাড়িতে বেশি অনুষ্ঠিত হয়ে থাকে। বাসা বা বাড়ির পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই পূজা অনুষ্ঠিত হতে দেখা যায়।

তবে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে এই পূজার প্রচলন হয় বিশ শতকের প্রথমদিকে। এইদিন ছোটদের হাতেখড়ি দিয়ে শিক্ষাজীবন শুরু করান অনেকে। সরস্বতী পূজার দিনটি শ্রীপঞ্চমী আর পরের দিনটি শীতলষষ্ঠী নামে পরিচিত।শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন হয়। পরদিন শীতলষষ্ঠীতে হয় দেবী সরস্বতীর বিসর্জন।