সরস্বতী পূজার মন্ডপ পরিদর্শন করলেন স্পিকার
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
ফাইল ছবি
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ রোববার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সারস্বতোৎসব সমন্বয় পর্ষদ এ অনুষ্ঠান আয়োজন করে।
এসময় স্পিকার পূজামন্ডপ পরিদর্শন করেন এবং সরস্বতী পূজার সফলতা কামনা করে সকলকে শুভেচ্ছা জানান। পরে তিনি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, বীরেন শিকদার এমপি, পংকজ নাথ এমপি এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
