ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ খুন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৩৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
ফাইল ছবি
রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন খুন হয়েছেন। আজ রোববার বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে নিজের বাসায় খুন হন তিনি।
এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ার থেকে মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিউমার্কেট থানা পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছে।
ওসি আতিকুর রহমান জানান, তার বাসার তিনজন কাজের লোক তাকে পিটিয়ে হত্যা করেছে। গৃহকর্মীরা পলাতক রয়েছেন বলেও জানিয়েছে পুলিশ। পুলিশ খুনি হিসেবে প্রাথমিকভাবে তাদেরই সন্দেহ করছে।
কি কারণে অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন খুন হয়েছেন তা এখনও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ।
