রাজধানীতে কিশোরী গৃহকর্মীকে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
প্রতীকী ছবি
রাজধানীর গুলশানে ১৬ বছর বয়সী এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) তাকে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী কিশোরীর চাচাতো বোন একটি দূতাবাসে রান্না করেন। তিনি জানান, তাদের বাড়ি শেরপুর জেলায়। গত মাসে গারো সম্প্রদায়ের ওই কিশোরী গৃহকর্মী হিসেবে ঢাকায় আসে। শেরপুরের এক নারীর মাধ্যমে ঢাকায় কাজের সুযোগ হয়। বাসায় একা পেয়ে আজ (বুধবার) সকালে গৃহকর্তা ইউসুফ (৪৫) তাকে ধর্ষণ করেন।
ইউসুফ গুলশানের কালাচাঁদপুরে একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। তিনি ও তার স্ত্রী টেইলার্সে সেলাই করেন।
ভুক্তভোগী কিশোরীর চাচাতো বোন আরও জানান, জ্ঞান ফেরার পরে তার বোন জানিয়েছিলেন- ‘এদিন সকালে ইউসুফের স্ত্রী কাজে বেরিয়ে যান। এরপর ইউসুফ ওই তাকে ধর্ষণ করেন।’
গুলশান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, এক গারো কিশোরী ধর্ষণের শিকার হয়েছে, এমন তথ্য আমরা জানতে পেরেছি। পুলিশ তদন্ত শুরু করেছে।
