ঢাকা, রবিবার ২১, ডিসেম্বর ২০২৫ ১৮:১২:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাবিতে সহিংসতার চার মামলায় প্রতিবেদন ২৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলা, গাড়ি পোড়ানো, পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা চার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২৪ মার্চ ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার মামলাগুলো তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন। এ নিয়ে ৯ দফা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় নিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল রাত ১টার দিকে ১ থেকে ২ হাজার বিক্ষোভকারী উপাচার্যের বাসভবনে প্রবেশ করে। তারা মূল ফটক ভেঙে ফেলে এবং দেয়ালের টপকে বাসায় ঢুকে পড়ে। তাদের হাতে রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ ছিল। এ ছাড়া বাসভবনের আশপাশে একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

উপাচার্যের বাড়িতে হামলার ঘটনায় ১০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে অপর তিনটি মামলা দায়ের করেন। তবে চারটি মামলার কোনটিতেই কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।

-জেডসি