ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৭:১৫:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশের ১৮১ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বন্ধের প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সারাদেশের ১৮১ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বন্ধের প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে মাদরাসার রয়েছে ১৩২টি। প্রথম ধাপে তাদেরকে কারণ দর্শানোর নোটিস দিয়ে পরে এমপিও বন্ধ করা হবে।

এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও যাচাইয়ে ৪টি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাল নিবন্ধন, ভুয়া সনদ ও নিয়োগ পদ্ধতি যাচাই করবে কমিটিগুলো। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জারি করা এক আদেশে এ তথ্য জানা যায়।

৪টি কমিটির প্রতিটিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের একজন পরিচালককে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের একজন উপসচিব, কারিগরি শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের একজন সহকারী পরিচালককে কমিটিগুলোর সদস্য করা হয়েছে।

-জেডসি