শিশুকে বেঁধে ধর্ষণ, বেতারের দোতরা বাদক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
রাজধানীর আগারগাঁওয়ে আট বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত বাংলাদেশ বেতারের মিউজিশিয়ান (বেতার বাদক)।
আজ শনিবার দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার পথে গামছা বেঁধে উঠিয়ে নিয়ে নিজ ঘরে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায় রাজ্জাক। আহত শিশু ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী জানান, আগারগাঁওয়ের বিজ্ঞান যাদুঘর এলাকায় পাশাপাশি বাসায় থাকে শিশুটির পরিবার ও অভিযুক্ত আব্দুর রাজ্জাক। মেয়েটি স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার মা-বাবা আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের সামনে ভাত-তরকারি বিক্রির ব্যবসা করেন। ঘটনার সময় তার মা-বাবা বাসায় ছিলেন না।
ওসি আরও জানান, শনিবার বেলা ১১টার দিকে স্কুল থেকে বাসায় ফেরার সময় প্রতিবেশী রাজ্জাক শিশুটির মুখে গামছা দিয়ে বেঁধে নিজের রুমে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি রক্তাক্ত অবস্থায় দৌড়ে ওই বাসা থেকে বের হয়ে আশপাশের লোকজনকে জানালে স্থানীয়রা রাজ্জাককে ধরে পুলিশে সোপর্দ করে। পরে শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
