ঢাকা, শুক্রবার ১৯, এপ্রিল ২০২৪ ৯:০২:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হঠাৎ বৃষ্টি, ভিজে গেছে বইমেলার অনেক স্টল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

হঠাৎ বৃষ্টিতে লন্ডভন্ড বইমেলা। ফাগুনের প্রথম বৃষ্টিতে ভিজে গেছে অমর একুশে বইমেলার অধিকাংশ স্টল। বৃষ্টির কারণে বই ভেজার পাশাপাশি স্টলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে যথাসময়ে মেলা শুরু করতে কাজ চালিয়ে যাচ্ছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। বাংলা একাডেমির মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, আমরা সকাল ৮টা থেকে কাজ করছি। বৃষ্টির সম্ভাবনা জানিয়ে আমরা দু-তিন ধরে মাইকিং করেছি। যার কারণে এবার ক্ষয়ক্ষতি কম হয়েছে। আশা করছি মেলার কার্যক্রম যথাসময়ে শুরু হবে।

সরেজমিনে দেখা গেছে, বাংলা একাডেমির নজরুল মঞ্চ এলাকার আশপাশে এক হাত পরিমাণ পানি জমেছে। অন্যপাশ থেকে একটু নিচু হওয়ায় এখানকার স্টলগুলোর নিচে প্রবেশ করেছে পানি। ফায়ার সার্ভিসের সদস্যরা মেশিনের সাহয্যে পানি নিষ্কাশনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বাংলা একাডেমির স্টলেও ছাদ থেকে বৃষ্টির পানি পড়ে নিচে রাখা বইগুলোর অধিকাংশই ভিজে গেছে। রোদে বই শুকানোর কাজ করছেন কর্মীরা।

একাডেমির পুকুর পাড়ে অবস্থিত লেখক কুঞ্জের পাশের স্টলগুলোতে পানি ঢুকেছে বেশি। পরিচ্ছন্নতা কর্মীরা চারপাশে ঝাড়ু দিয়ে বৃষ্টিতে ঝরে পড়া পাতা সরিয়ে নেওয়ার কাজ করে যাচ্ছে। 

নন্দিনী সাহিত্য ও পাঠচক্র স্টলের ছাদ দিয়ে পানি পড়ে নিচে রাখা সব বই ভিজে গেছে। পানিতে বেহাল অবস্থা।

অন্যদিকে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের নিচু এলাকায় জমেছে বৃষ্টির পানি। সেখান থেকেও ফায়ার সার্ভিসের সদস্যরা মেশিনের সাহায়্যে পানি রাস্তার ড্রেনে ফেলার কাজ করে যাচ্ছে।