শহীদ মিনার: একুশে ফেব্রুয়ারি শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
আমার বভাইয়ের রক্তে রাঙান একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি। রাত পোহালেই একুশে ফেব্রুয়ারি, মহান ভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শহীদ মিনার প্রাঙ্গনে পরিষ্কার-পরিচ্ছন্নতা ছাড়াও দেয়ালচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে বাঙালির আন্দোলন-সংগ্রামের ইতিহাস।
একুশ একদিকে যেমন ভাষা শহীদদের হারানোর শোক, অন্যদিকে মাতৃভাষা অর্জনের গৌরব। এই শোক আর প্রাপ্তি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ধুয়ে-মুছে পরিস্কার করা প্রাণের মিনারের বেদি রাঙানে হচ্ছে রক্তিম রঙে। এ যেন ভাষার দাবিতে বুকের রক্ত উৎসর্গ করা শহীদদের রক্তেরই প্রতিচ্ছবি।
একুশ মানে মাথা নত না করা। একুশ মানে সকল অন্যায় আর অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ। একুশের এ শিক্ষাই ফুটে উঠছে শহীদ মিনার ও এর আশপাশের দেয়ালচিত্রে। গৌরবের- অহংকারের ভাষা আন্দোলন দেখার সুযোগ না হলেও, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর এই আয়োজনে অংশ নিতে পেরে গর্বিত নতুন প্রজন্মের প্রতিনিধিরাও।
এদিকে, এবছর একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কয়েকস্তরের নিরাপত্তা বলয় ছাড়াও পুরো এলাকা থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। সুষ্ঠুভাবে দিবসটি পালনে প্রয়োজন সর্বস্তরের মানুষের সহায়তা।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে ছয় হাজার পুলিশ সদস্য। এছাড়া ঢাকা মহানগরীর নিরাপত্তায় আরো ১০ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। পোশাকধারী পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।
কেন্দ্রীয় শহীদ মিনারসহ ঢাকা মহানগরীর অন্যান্য শহীদ মিনারগুলোতেও সুদৃঢ়, নিরবিচ্ছিন্ন ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে চার স্তরের নিরাপত্তা বলয় থাকবে। সিসিটিভির আওতায় থাকবে এ এলাকার প্রতিটি ইঞ্চি।
