যে কারণে দ্রুত ছড়িয়ে পড়ে চকবাজারের আগুন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৩২ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর চকবাজারের বহুতল ভবনের আগুন দ্রুত এবং বেশি ছড়িয়ে পড়ার পেছনে ওই ভবনে থাকা দাহ্য পদার্থকে দায়ী করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান।
সাংবাদিকদের তিনি বলেন, এখানে প্লাস্টিকের জিনিসপত্র বানায়। বডি স্প্রেও বানানো হয়। বডি স্প্রে তৈরির দাহ্য পদার্থের কারণে আগুন বেশি ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার ভোর ৪টা ৪২ মিনিটে অগ্নিকাণ্ডস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাঁটানো এক বোর্ড থেকে এ তথ্য জানা গেছে। মৃতের এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে একটি বহুতল ভবনে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
-জেডসি
