চকবাজারে লাশের গন্ধ, নিহত বেড়ে ৮০
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৬ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনে লাগা ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে।
প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর গতরাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকেই চলছে লাশের সন্ধান। একের পর এক ব্যাগ ভর্তি করে লাশ বের করা হচ্ছে। ইতিমধ্যে নিহতের সংখ্যা ৭৬ জন হলেও তা আরো বাড়তে পারে।
নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
