মেয়ের ওষুধ কিনতে গিয়ে হারিয়ে গেছে মা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:১৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
মেয়ের ওষুধ কিনতে গিয়ে চিরদিনের জন্য হারিয়ে গেছে মা। রাতে মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলো। বাবা ছিলেন অফিসে। তাই সন্তানদের বাসায় রেখে মা হালিমা বেগম শিলা গিয়েছিলেন নিচে ওষুধ কিনতে। সেই যে গেলেন তিনি, আর ফেরেননি।
রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই শিলা নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শিলার পাঁচ বছরের কন্যা শিশু সানিন আজ শুক্রবার মায়ের খোঁজে মামার কোলে চড়ে এসেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।
সে হয়তো জানেই না, কেন তাকে এত মানুষের মাঝে নিয়ে আসা হয়েছে। শিশু সানিনের ওষুধ কিনতে গিয়েই বুধবার রাতে নিখোঁজ হয়েছেন মা শিলা।
ঢামেক হাসপাতালের মর্গের সামনে মামা ও অন্যদের কাঁদতে দেখে নিজেও মা মা করে কাঁদছিল সানিন। কিন্তু শিশুটি জানে না তার নিখোঁজ হওয়া মাকে খুঁজে পেতে ডিএনএ নমুনা দিতে এখানে আনা হয়েছে তাকে।
নিখোঁজ শিলার আত্মীয় বেলাল হোসেন নামের এক ব্যাক্তি জানান, চকবাজারের একটি বাসায় স্বামী- সন্তান নিয়ে বসবাস করেন শিলা। শিলার স্বামীর নাম মো. সুমন। তিনি চকবাজারে ব্যাগের ব্যবসা করেন। ঘটনার সময় সানিনের বাবা কর্মস্থলে ছিলেন। সানিন একটু অসুস্থ হওয়ায় শিলা তাকে বাসায় রেখে নিচে গিয়েছিলেন ওষুধ কিনতে। এরপর থেকেই নিখোঁজ হন তিনি।
পরিবারের সদস্যরা জানান, শিলা হয়তো আগুনে পুড়ে মারা গেছেন। তাই লাশ শনাক্ত করতে ডিএনএ’র নমুনা দিতে হাসপাতালে সানিনকে আনা হয়েছে। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা শিলার লাশ খুঁজে পেতে মেয়ে সানিনের ডিএনএ নমুনা নিয়েছেন।
