পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় আগুন আতংক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫২ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
পুরান ঢাকার চকবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার রাতে সিদ্দিকবাজার এলাকায় ফের আগুন আতংক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার বলেন, শুক্রবার রাত ১০টার দিকে পুরান ঢাকার সিদ্দিক বাজারে মুদি সর্দার মসজিদের কাছে একটি গ্যাস পাইপের লিকেজ থেকে হঠাৎ আগুন জ্বলছিল।
খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে।
চকবাজারের চুড়িহাট্টার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও পুরান ঢাকায় আগুন লাগার খবরে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, বুধবার রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনের ক্যামিকেল গুদামে আগুন লাগে। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন আশপাশের আরও ৫টি ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট বুধবার দিবাগত রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় অন্তত ৬৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ৪১ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে এলাকাবাসীর ধারণা।
-জেডসি
